নিউজ ডেস্ক: নদিয়ার বীরনগর
পুরসভার আট নম্বর চরকপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে
উদ্ধার প্রচুর পরিমাণ রেশনের আটার বস্তা উদ্ধার হল শনিবার।
কোন তদন্তকারী সংস্থা নয় এলাকাবাসীরাই হাতেনাতে ধরে ফেলে এই অপকর্ম। ক্ষোভে ফেটে পড়েন তারা। জানান পশু খাদ্য সহ
নিম্নমানের খাদ্য সামগ্রী মেশানোর ফলে সাধারণ মানুষের প্রাণ সংশয়ের অভিযোগ তোলেন
তারা।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশান্ত পাল নামে
এক সরবরাহকারীরা অবৈধভাবে বিভিন্ন রেশন ডিলারদের সাথে
চোরাচালানে যুক্ত। এবং এর পেছনে শাসকদলের নেতৃত্বর মদত রয়েছে। কলাবাগানে
রাতের অন্ধকারে হাজার হাজার বস্তা রেশন সামগ্রীর নতুন বস্তার মুখ কেটে পশু খাদ্য
এবং নিম্নমানের খাদ্য সামগ্রী মেশানো হচ্ছিল। ভোরের আলো ফুটতেই হাতেনাতে ধরে ফেলে দুজন রেশন কর্মীসহ প্রচুর
পরিমাণে বেআইনি খাদ্য সামগ্রী। তারা ওই দুজন ব্যক্তিকে ঘরে আটকে উদ্ধার হওয়া
সামগ্রী ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের দেওয়া
খবরে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। তারা দুটি গাড়িসহ এলাকাবাসীর ধরে
রাখা ওই দুই রেশন কর্মীকে নিয়ে যেতে
চাইলে এলাকাবাসী দাবি করে সাংসদ বিধায়ক ঘটনাস্থলে পৌঁছলে তবেই ছাড়া হবে কারণ বাকিরা
পলাতক। এর পেছনে স্থানীয় শাসক দলের
নেতারা যুক্ত রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছন
সাংসদ এবং বিধায়ক। তারা এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের
সঙ্গে কথা বলছেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে।