নিউজ
ডেস্ক: বিশ্বকাপ
থেকে বিদায় নিয়ে শুক্রবারই ঘরে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। আর তারপরই
শ্রীলঙ্কাকে নির্বাসিত করল আইসিসি।
কী
কারণে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের নির্বাসিত করা হল?
ক্রিকেট
বোর্ডের পরিচালনায় শ্রীলঙ্কার সরকার হস্তক্ষেপ করেছে। ক্রিকেট বোর্ডের পরিচালনায়
সরকারের হস্তক্ষেপের কারণেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শ্রীলঙ্কাকে
নির্বাসিত করেছে। এর ফলে শ্রীলঙ্কা কোনওরকম আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ
নিতে পারবে না। ফলে শ্রীলঙ্কা চাপে পড়ে গেল।
কেন
এমন সিদ্ধান্ত নিল আইসিসি?
ভারতের
বিরুদ্ধে লজ্জার হারের পরই ক্ষোভ বেড়েছিল। ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে ৩০২
রানে হেরে যায় শ্রীলঙ্কা। এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। দেশের ক্রীড়ামন্ত্রী
রোশন রণসিংঘে বোর্ডের কর্তাদের পদত্যাগের নির্দেশ দেন। এরপর নিজেই সবাইকে ছাঁটাই
করে দেন। যদিও আদালতের নির্দেশে ফের ক্ষমতায় ফেরে বোর্ড। আদালত জানিয়েছিল, আপাতত দু’সপ্তাহ
বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই।
আইসিসি
জানিয়েছে, “সদস্য
দেশ হিসাবে গুরুতর নিয়ম ভেঙেছে শ্রীলঙ্কা। আইসিসি-র সদস্য হওয়ায় স্বাধীন সংস্থা
হিসেবে কাজ করতে হয়। এখানে তা হয়নি। সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাই
শ্রীলঙ্কাকে সাসপেন্ড করা হল।” যদিও জানা গিয়েছে, ২১ নভেম্বর আইসিসির পরবর্তী বৈঠকে এ
নিয়ে আলোচনা হতে পারে।