নিউজ ডেস্ক: দেশভাগের সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন ননীগোপাল চক্রবর্তী। এসে থাকতে শুরু করেন লেক গার্ডেন্স এলাকায়। নতুন জায়গা নতুন পরিবেশে মানিয়ে গুছিয়ে নিলেও মাতৃভূমির কথা মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। আর তাই এলাকাবাসীর সাহায্যে নিজ উদ্যোগে লেক গার্ডেন্স এলাকায় প্রতিষ্ঠা করেন একটি কালী মন্দিরের। যা বর্তমানে ঢাকা কালীবাড়ি নামে পরিচিত।
কিন্তু কলকাতায় ঢাকা কালীবাড়ি কেন? আসলে পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশের ঢাকায় অবস্থিত কালী মন্দিরের সঙ্গে সাদৃশ্য রেখেই এই মন্দির তৈরি করেছিলেন ননীগোপাল। তাই এর নাম হয় ঢাকা কালীবাড়ি।
আবার সেই সময় ওই এলাকায় ঢাকা ফার্মাসিউটিক্যালস নামে এক ওষুধের কোম্পানি ছিল। যার নাম অনুসারে ওই জায়গাটি ঢাকার মোড় নামেও পরিচিত ছিল। ফলে ধীরে ধীরে মন্দিরের মহিমা ছড়িয়ে পড়ায় তা ঢাকা কালীবাড়ি নামেও বিখ্যাত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা তো বটেই দূরদূরান্ত থেকেও মানুষ এখানে পুজো দিতে আসেন।