নিউজ
ডেস্ক: ইডেনে
এখন মাঠে লড়াই করছে বাবররা। তবে কাপ যুদ্ধ কার্যত হেরে গিয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে শনিবারই শেষ ম্যাচ খেলে ফেলল। কোনও অঙ্কেই আর বিশ্বকাপের সেমি ফাইনালে
যাওয়া হবে না। ইংল্যান্ডকে হারালেও না।
ইডেনে
খেলতে নামার আগে টসেই বাবরদের ভাগ্য ঠিক হয়ে যায়। বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে
হলে বাবরদের প্রথমে ব্যাট করা ছিল সুবিধাজনক। কিন্তু টসে হেরে যায় পাকিস্তান। পরে
ব্যাট করলে যে রানের টার্গেট দাঁড়াবে তা এককথায় অসম্ভব। অঙ্কের নিয়ম ছিল এরকম
ইংল্যান্ডকে
২০ রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ১.৩ ওভারে
ইংল্যান্ডকে
৫০ রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ২ ওভারে
ইংল্যান্ডকে
১০০ রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ২.৫ ওভারে
ইংল্যান্ডকে
১৫০ রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ৩.৪ ওভারে
ইংল্যান্ডকে
২০০ রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ৪.৩ ওভারে
ইংল্যান্ডকে
৩০০রানে আটকে রাখলে পাকিস্তানকে ওই রান তুলতে হবে ৬.১ ওভারে
ইতিমধ্যেই
ইংল্যান্ড ১৫০ রান পার করে ফেলেছে। এখন রান ২০০-র কাছাকাছি। ওই রান ২৫০ পার করে
৩০০ তেও পৌঁছতে পারে।ফলে সেমি ফাইনালে যাওয়ার অঙ্কের ওই টার্গেটে পৌঁছনো পাকিস্তানের
পক্ষে সম্ভব নয়। তাই ইডেন থেকেই পাকিস্তানকে বিদায় নিতে হবে।
টসে
হেরে যাওযার পরই বাবর বলেন, “আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু টস আমাদের হাতে
নেই। আমাদের ভাল বোলিং আক্রমণ আছে। আমরা দ্রুত ওদের আউট করার চেষ্টা করব।”