নিউজ ডেস্ক: বায়ুদূষণে জর্জরিত রাজধানী দিল্লি। পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লির আপ সরকার। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ মহারাষ্ট্র সরকার। দূষণ রুখতে উৎসবের মরশুমে বাজি পোড়ানোর সময়সীমা আরও কমিয়ে দিল বম্বে হাইকোর্ট।
এর আগে ৬ নভেম্বর আদালত জানিয়েছিল, উৎসব চলাকালীন সন্ধ্যে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা বাজি পোড়াতে পারবেন মুম্বইবাসী। কিন্তু দিল্লির দূষণের কথা মাথায় রেখে শুক্রবার সেই রায় পরিবর্তন করে আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানায়, তিন ঘণ্টা নয়, দু’ঘণ্টা বাজি পোড়ানো যাবে। সময়সীমা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।
দূষণ-পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বম্বে হাইকোর্ট জানায়, “আমরা একটি জরুরি এবং কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি। সেটা মোকাবিলায় অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে, তবে হয়তো আরও কিছু করা দরকার।” এরপরই প্রধান বিচারপতি উপাধ্যায় বলেন, “আমাদের যেন দিল্লির মতো দশা না হয়। আমরা মুম্বইকে মুম্বইয়ের মতো রাখব।”
প্রসঙ্গত, গত কয়েকদিনে গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজধানীর বাতাসের গুণগত মান। আদালতের পর্যবেক্ষণ, মুম্বইয়েও কয়েকটি জায়গায় দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাতাসের মান ক্রমে খারাপ হচ্ছে। তাই বাজি পোড়ানোর সময় আরও কমিয়ে দেওয়া হচ্ছে।