নিউজ ডেস্ক: উৎসবের আবহের মধ্যেই আবারও কেঁপে উঠল দিল্লি। শনিবার
রাজধানী মৃতু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৬। শনিবার
দুপুরের এই কম্পন নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার কেঁপে উঠল দিল্লি। এর আগে ৩ ও ৬ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়।
এবারে শনিবার কম্পন অনুভূত হয় বিকেল ৩টে ৩৬ মিনিট নাগাদ। দিল্লির
নর্থ ডিস্ট্রিক থেকে ১০ কিলোমিটার দূরে ছিল এর উৎসস্থল। মৃদু ভূমিকম্পের কারণে
কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছে। হতাহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া
যায়নি।
দেশের রাজধানী জোন-৪ এ রয়েছে। ওই অঞ্চল উচ্চ ভূমকম্পন প্রবণতা
সম্পন্ন। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সিসমিক জোনিং ম্যাপ সেরকমই দাবি করে। মাঝারি
থেকে উচ্চ তীব্রতার ভূমিকম্পের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
সম্প্রতি নেপালে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ১৫৭ জনের
মৃ্ত্যু হয়েছে নেপালে। বেশ কিছু মানুষ আহত হন। নেপালে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪।
৩ নভেম্বর রাতের পর ৬ নভেম্বর নেপালে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল
৫.৬। সেই সময়ও উত্তর ভারত সহ দিল্লি কেঁপেছিল।