নিউজ ডেস্ক: ২০২২-এর বিধানসভা নির্বাচনের প্রচারে কথা দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর সেই কথা রাখার জন্য জোরকদমে কাজও শুরু করেন তিনি। অবশেষে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেশের প্রথম রাজ্য হিসেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে উত্তরাখণ্ড।
সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি এই সংক্রান্ত বিল পাশের জন্য আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকছেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই পাশ হয়ে যাবে এই বিধি। আর তারপর উত্তরাখণ্ডেই প্রথম সমস্ত ধর্মের জন্য একরকম সামাজিক আইন চালু হয়ে যাবে। সরকারি সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধির যে খসড়া তৈরি হয়েছে, তাতে বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে লিভ-ইন সম্পর্ককে আইনিভাবে নথিভুক্ত করার বিধানও রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ‘এক দেশ, এক আইন’এর পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিরোধীদের বাধার কারণে এখনও তা কার্যকর করে উঠতে পারেনি গেরুয়া শিবির। তবে এই বিধি লাগু হতে আর বেশি সময় লাগবে না বলে দাবি বিশ্লেষক মহলের।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের আইন প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল সে রাজ্যের সরকার।