নিউজ ডেস্ক: এ যেন কলিযুগে ত্রেতা যুগ ফিরে আসার দৃশ্য। এমনটাই মনে করছে অযোধ্যা সহ দেশবাসী। ২২ লক্ষের বেশি প্রদীপ ও চোখ
ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। প্রভু
রাম রাবণ বধের পর অযোধ্যায় ফিরে এসেছিলেন যেন সেই দৃশ্য ফের দেখল অযোধ্যাবাসী।
এবারের দীপাবলি অযোধ্যায়
অন্য বারের তুলনায় একটু বেশি বিশেষ।
কারণ পরের দীপাবলীর আগেই ফের প্রভু রাম বিরাজ করবেন অযোধ্যায়। রাম মন্দির খুলে যাবে
দর্শক সাধারনের জন্য। কয়েক শতাব্দীর প্রতীক্ষা শেষ হতে চলেছে। আদালতের
ভেতরে ও বাইরে লড়াই শেষে প্রভু রাম তার জন্মভূমিতে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার
আগের দীপাবলি এটি। আর সেই দীপাবলিতেই গিনেস বুকের নাম উঠলো অযোধ্যার। ২২ লক্ষ
প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছে উত্তর প্রদেশ।
শুধু ২২ লক্ষ প্রদীপ নয়। লেজার শো, মঞ্চে রাম লীলার অভিনয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হচ্ছে অযোধ্যা নগরী।
দীপাবলির পবিত্র উৎসবে রাম মন্দিরে পৌঁছে পূজা অর্চনায় মগ্ন হন মুখ্যমন্ত্রী যোগী
আদিত্যনাথ। প্রসঙ্গত আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে
রাম মন্দির। সেই
মন্দির প্রতিষ্ঠার কৃতিত্ব নিজেদের ঝুলিতে নিতে কোন কসর রাখছে না গেরুয়া শিবির। তাই রাম মন্দিরের দ্বার
দর্শক সাধারণের জন্য খোলার আগের বছর দীপাবলিতে আরম্বরের কোন খামতি রাখতে চায়নি
যোগী প্রশাসন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হবে মন্দিরের উদ্বোধন হবে। রাম মন্দিরের নির্মাণের গতির উপরে বিশেষ
নজর রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অযোধ্যার বিশাল এই রাম মন্দির বহু চমক অপেক্ষা করছে
দর্শনার্থীদের জন্য।
জানা
যাচ্ছে মন্দিরের প্রধান দরজা ও কয়েকটি স্তম্ভে থাকবে সোনার প্রলেপ। যেমনটা ছিল অতীতের কয়েকটি
মন্দিরে।
নির্মানাধীন এই মন্দির কেও দীপাবলীর প্রাক্কালে সাজিয়ে তোলা হয় আলোর রোশনাইয়ে।