নিউজ ডেস্ক: মধ্য রাতে মূল পুজো। তন্ত্রমতে পুজিত হন দেবী চৌধুরানীর শ্মশান কালী।তবে সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি র গোশালা মোড়ে দেবীচৌধুরানী র মন্দিরে।তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে এক সময় এই মন্দিরের পুরোহিতের দায়িত্ব সামলেছেন ভবানী পাঠক।এর পর নয়ন কাপালিক। গত ২৩ বছর ধরে পুরোহিতের দায়িত্ব সামলেছেন সুভাষ চৌধুরী। সকাল থেকে শুরু হয়েছে নিত্য পুজো। সুভাষ বাবু জানান, রাত ৯ টা ৩০ এ পুজোয় বসবেন। মূল পুজো শুরু হবে মধ্য রাতে। পুজো শেষ হতে রাত গড়িয়ে ভোর হয়ে যাবে।দেবীচৌধুরানী র কালী পুজোয় শোল,বোয়াল মাছের ভোগ দেওয়া হয়ে থাকে। এই বছর তিস্তা নদীর জল দুষনের কারনে অন্য নদীর মাছ দিয়ে ভোগের ব্যবস্থা করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।