নিউজ ডেস্ক: কালীপুজো বৃষ্টিবিঘ্নিত না কাটলেও ভাইফোঁটায় ফের ক্রিজে নামতে তৈরি বৃষ্টি! অন্তত এখনও পর্যন্ত এমনই পূর্বাভাস রয়েছে। সেই সময় রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফের নিম্নচাপ কাঁটা হয়ে দাঁড়াতে পারে চলতি সপ্তাহে উৎসবের আমেজে। ১৬ নভেম্বর রয়েছে ইডেনে ম্যাচ। সেই ম্যাচে বৃষ্টি প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোম ও মঙ্গলবার বর্ষণের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
কলকাতার আবহাওয়া মূলত ভরা হেমন্তে আজ শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা আজ নেই। ফলে ভাইফোঁটার কেনাকাটা আনন্দে করতে পারবেন! এদিকে, তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
এদিকে আইএমডি বলছে, ১৩ নভেম্বর আন্দামান সাগরে নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা ১৪ নভেম্বর নিম্নচাপ তৈরি করতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এরফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপে দেখা যাবে। এছাড়াও বঙ্গোপসাগরের উত্তর পূর্বের হাওয়া দক্ষিণভারতে প্রভাব ফেলতে পারে।