নিউজ ডেস্ক: ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। গন্তব্য ছিল স্থানীয় মসজিদ। কিন্তু
সেখানে পৌঁছনোর আগেই মাটিতে লুটিয়ে পড়লেন সইফুদ্দিন লস্কর (৪৩)। দুষ্কৃতীদের ছোড়া
গুলিতে প্রাণ হারালেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের
বামনগাছিতে।
সইফুদ্দিন লস্কর বামনগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য
ছিলেন। আবার বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনি। সইফুদ্দিনের স্ত্রী সেরিফা
বিবি লস্কর বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা
নিয়ে ধোয়াশা রয়েছে।
জানা গিয়েছে, সোমবার ভোরবেলা নমাজ পড়তে
যাচ্ছিলেন সইফুদ্দিন লস্কর। সেই সময় হঠাৎই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির
আওয়াজে আশপাশের লোকজন ছুটে আসেন। সইফুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান
গ্রামবাসী। তড়িঘড়ি তাঁকে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রাণীণ হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন
বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তিনি জানিয়েছেন, এর পিছনে
দুষ্কৃতীদের হাত রয়েছে। বিধায়ক জানিয়েছেন এই ঘটনায় পুলিশ দু’জনকে ধরেছে।