নিউজ ডেস্ক: বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি আগের থেকে অনেক বদলে গেছে। আর তার যথেষ্ট প্রমাণ রয়েছে। রবিবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরে দাঁড়িয়ে উপস্থিত প্রবাসী ভারতীয়দের এমনটাই জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর। উপস্থিত সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বর্তমানে ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনৈতিক দেশ। যেকানে সঠিক নেতৃত্ব রয়েছে। সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। সুশাসন রয়েছে।”
জয়শংকরের মতে ভারতে বসবাসকারীদের জন্য তো বটেই, দেশের ভাবমূর্তি বদলে প্রবাসীদেরও বড় অবদান রয়েছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান প্রেক্ষাপটে জয়শংকরের এমন বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে দু’দেশের সাংস্কৃতিক সংযোগের বিষয়টিকে তুলে ধরে।
দু’দেশের মধ্যে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য শনিবার স-স্ত্রীক লন্ডনে পৌঁছান জয়শংকর। রবিবার দীপাবলি উদযাপনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছান এস জয়শংকর এবং কায়োকো জয়শংকর। তাঁদের স্বাগত জানান সুনক এবং স্ত্রী অক্ষতা মূর্তি। ঋষি সুনকের ক্রিকেট প্রেমের কথা অনেকেই জানেন। জানেন জয়শংকরও। তাই দীপাবলির উপহার হিসেবে কোহলির সই করা ব্যাট সুনকের হাতে তুলে দেন তিনি। সেইসঙ্গে একটি গণেশ মূর্তিও উপহার দেন তিনি। উপহার পেয়ে হাসি মুখে পোজও দেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। উপহারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তাও সুনকের কাছে পৌঁছে দেন জয়শংকর।
নিজের এক্স হ্যান্ডেলে সুনকের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত পোস্ট করেছেন ভারতের বিদেশমন্ত্রী। লিখেছেন, “দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বর্তমান আবহে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ চালিয়ে যাচ্ছে ভারত ও ব্রিটেন। তাঁদের উষ্ণ অভ্যর্থনা এবং সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ।”
Tags: NULL