নিউজ ডেস্ক: কালীপুজোর পরদিন খাস কলকাতায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে পিষে দিল
গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বেলগাছিয়ায়। ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু
হয়েছে। আশঙ্কজনক আরও দুই ব্যক্তিকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল পৌনে ৮টা
নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সকালে বেলগাছিয়া মোড়ের কাছে দোকানে বসেছিলেন ওই খৈনি
ব্যবসায়ী। দুর্ঘটনার সময় তার সামনে আরও দু’জন ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সোজা
দোকানে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর, পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউটার্ন নিয়ে
গাড়িটি আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই দোকানে
ধাক্কা মারে। ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু হয়।
উল্টোডাঙার পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
ঘটনার পর রাস্তা আটকে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সকালে ট্রাফিক পুলিশ
থাকে না। পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।