নিউজ ডেস্ক: জয়নগরে জোড়া খুন!
তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে খুনের ঘটনায় এক দুষ্কৃতীকে
পিটিয়ে মারার অভিযোগ উঠল। সোমবার কাকভোরে নমাজ পড়তে যাওয়ার সময় বামনগাছির তৃণমূল
অঞ্চল সভাপতিকে গুলি করে দুষ্কৃতীরা। এরপরেই আশপাশের লোকজন ছুটে আসেন। সইফুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের ধাওয়া করেন তারা।
স্থানীয় জয়নগর-১ ব্লকের পদ্মের হাট গ্রামীণ
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সইফুদ্দিনকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে,
দুষ্কৃতীদের তাড়া করে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাদের বেধড়ক মারধরে ওই
দুষ্কৃতীর মৃত্যু হয়। আরও এক দুষ্কৃতী ধরা পড়েছে বলে খবর। এই ঘটনার জেরে
অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ওই অঞ্চলের একাধিক সিপিএম নেতা-কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া
হয়। সিপিএমের একাধিক নেতা-কর্মীকে মারধর করা হয়েছে বলে খবর। জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের
সদস্য ছিলেন সইফুদ্দিন লস্কর। তার স্ত্রী সেরিফা বিবি লস্কর ওই গ্রাম পঞ্চায়েতের
প্রধান। এলাকা উত্তপ্ত হয়ে থাকায় বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে।
জানা গিয়েছে, সোমবার নমাজ পড়তে যাচ্ছিলেন
সইফুদ্দিন লস্কর। পথেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজন এসে সইফুদ্দিনকে
হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর থেকেই এলাকা উত্তপ্ত হয়ে পড়ে।