নিউজ ডেস্ক: আপ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের
মধ্যে। সোমবার সকালে শালিমার থেকে পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। সকাল পৌনে
দশটা নাগাদ আন্দুল স্টেশন পার হওয়ার পর কামরার নীচে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ট্রেনটির
জেনারেল কোচের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে
আতঙ্কের সৃষ্টি হয়।
ট্রেনের নীচে ধোঁয়া দেখে অনেকেই ছুটোছুটি শুরু
করেন। কেউ কেউ চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। ট্রেন থামলে স্থানীয়
মানুষজনও সেখানে পৌঁছন। রেল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। ততক্ষণে অবশ্য অনেক
যাত্রীই ট্রেন থেকে নীচে নেমে পড়েছেন।
রেল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। জানা
গিয়েছে, চাকার ঘর্ষণের ফলেই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। কোনও আগুন লাগেনি বলেই রেল
সূত্রে জানানো হয়েছে। ব্রেকের সঙ্গে চাকার ঘর্ষণেই ধোঁয়া। ব্রেক শু আটকে গিয়েছিল
বলে খবর। পরে তা খুলে দেওয়া হয়। ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। আধ ঘণ্টা
পরে ট্রেনটি আবার পুরীর উদ্দেশে রওনা দেয়।