নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা পরেও উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪০ জন শ্রমিক। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ফেসবুকে পোস্ট করে সেকথা জানান তিনি। সেইসঙ্গে লেখেন, “এই দুঃসময় সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এসডিআরএফ এবং এনডিআরএফ-এর দল। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
দীপাবলির আনন্দের মাঝেই বিপত্তি ঘটে উত্তরকাশীতে। রবিবার সকালে ভেঙে পড়ে ব্রক্ষ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডণ্ডালহগাঁওয়ের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ। সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য প্রশাসন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী ধামীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর বলে খবর।
তবে আটকে পড়া শ্রমিকরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। সকলের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। সুড়ঙ্গের পানীয় জলের পাইপের সাহায্যে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। রবিবার রাতে ওই একই পাইপের সাহায্যে পাঠানো হয়েছে খাবার। সূত্রের খবর, আটকে পড়া শ্রমিকের মধ্যে ১৫ জন ঝাড়খণ্ড, ৮ জন উত্তরপ্রদেশ, ৩ জন পশ্চিমবঙ্গ, ৫ জন ওড়িশা এবং ৪ জন বিহারের বাসিন্দা। সেইসঙ্গে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের ২ জন বাসিন্দাও রয়েছেন সেই তালিকায়।