নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্যাপন করেন নরেন্দ্র মোদী। এ বছরও একইভাবে সেনাদের সঙ্গে দিপাবলী উদযাপন করলেন তিনি। দীপাবলীর সকালে হিমাচল প্রদেশের লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসব উদ্যাপন করছেন তিনি। সেখানে জওয়ানদের উদ্দেশে বললেন, ” যেখানে রাম বিরাজ করেন সেটাই অযোধ্যা। যেখানে আমার বীর সেনারা থাকে সেটাই আমার পরিবার”।
লেপচায় পৌঁছনোর পর এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাঁকে আপাদমস্তক সেনার উর্দি পরে দেখা যায়। জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসাহ বর্ধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমাদের দেশের এই অভিভাবকেরা পরিবারের থেকে দূরে থেকে নিজেদের উৎসর্গ করে আমাদের জীবন আলোকিত করছেন। এই জওয়ানেরা প্রিয়জনদের থেকে দূরে কঠিনতম জায়গায় দিন কাটান। তাঁদের আত্মত্যাগই আমাদের সুরক্ষিত রাখে। ভারত এঁদের কাছে কৃতজ্ঞ থাকবে, যাঁরা সাহস এবং সহনশীলতার প্রতিমূর্তি”।
২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি। সে বছর দীপাবলিতে সিয়াচেন গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন মোদী। ২০১৫ সালে পঞ্জাব সীমান্তে গিয়েছিলেন। ২০১৬ সালে হিমাচলে চিন সীমান্তে তিনি কাটিয়েছিলেন দীপাবলি। ২০১৭ সালে কাশ্মীরের গুরেজ় সেক্টর, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হর্ষিলে গিয়েছিলেন মোদী। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে জওয়ানদের সঙ্গে উদ্যাপন করেছিলেন দীপাবলি। ২০২০ সালে জয়সলমেরের লঙ্গেওয়ালা, ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের নওসেরা, ২০২২ সালে দীপাবলির দিন কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ভারত গুটি কয়েক দেশের তালিকায় রয়েছে যারা মহিলাদের সেনা ও আধাসেনায় নিযুক্ত করেছে। সেনায় মহিলাদের অবদানকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী।