নিউজ ডেস্ক: দেশের অন্যতম সেরা গায়ক হয়েও সাফল্যের আতিশয্য গায়ে মাখেন না অরিজিৎ সিং। বলিউড থেকে টলিউড তাঁর সুরের জাদুতে মুগ্ধ গোটা দেশ। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু ভিডিয়ো প্রকাশ্যে আসে যা দেখে বোঝার উপায় নেই তিনি এতটা খ্যাতনামা এক ব্যক্তি। জিয়াগঞ্জের ভূমিপুত্রের এমন রূপ দেখে আসলেই তারকাদের সঙ্গে মেলাতে পারে না অনুরাগীরা। দীপাবলির আলোকসজ্জায় যখন বলিউড থেকে টলিউডের সব তারকারা পার্টি করছেন তখন অরিজিৎকে দেখা যায় সাধারণ বেশেই মন্দিরে মা কালীর পুজো দিতে গিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনলেও অনুরাগীদের ক্যামেরায় হামেশাই ধরা পড়ে তাঁর সাদামাঠা জীবন। এমনই এক ভিডিয়ো এই মূহুর্তে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। দেখা যাচ্ছে যে সবুজ রঙয়ের পাঞ্জাবি পরে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে খালি পায়ে মন্দিরে পুজো দিতে গিয়েছেন অরিজিৎ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী কোয়াল। কোনো দিওয়ালী পার্টিতে নয় বরং জিয়াগঞ্জে নিজের বাড়িতেই কালীপুজো কাটালেন তিনি।
তাঁর সাধারণ জীবনযাপন বরাবর মুগ্ধ করেছে নেটিজেনদের। কখনো স্কুটি চালিয়ে ঘুরে বেড়ানো আবার কখনো অন্যান্য অভিভাবকদের সঙ্গে সন্তানকে স্কুলে দিতে যাওয়া, এমন সাদামাঠা জীবনযাত্রার জন্য অরিজিতের ভক্তরা তাঁর প্রতি একটু বেশিই শ্রদ্ধাশীল।