নিউজ ডেস্ক: দীপাবলির উৎসবের মাঝেই বিষাদের পরিবেশ হায়দরাবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল কমপক্ষে ৯ জনের। গুরুতর আহত আরও কয়েকজন। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লী এলাকায়।
জানা গিয়েছে, নামপল্লীর বহুতলের পার্কিংয়ে একটি গাড়িতে সারাইয়ের কাজ চলছিল। সেই সময় গাড়ির ইঞ্জিন থেকে হঠাৎ বিদ্যুতের ফুলকি বের হতে শুরু হয়। পাশেই রাখা ছিল রাসায়নিকের ড্রাম। আগুনের ফুলকি ছিটকে পড়ে ওই ড্রামে। সেখান থেকেই গোটা আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছ পুলিশ এবং দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বিধ্বংসী আগুন।
কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আবাসনের ৯ জন। গুরুতর আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়িও। দমকল কর্মীরা জানান, নিচের তলায় আগুন লাগায় প্রাণে বাঁচার জন্য উপরের দিকে ছুটে পালাতে থাকেন অনেকেই। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে, সোমবার সকালে হায়দরাবাদের কোঠাপেটে অবস্থিত ললিতা হাসপাতালের কাছে একটি দোকানে আগুন লেগে যায়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।