নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই দেদার বাজির ব্যবহার। দীপাবলি মিটতেই ফের গ্যাসচেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’ বলেই জানিয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তবে শুধু রাজধানী নয়, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী, রবিবার বেশ ভালো ছিল দিল্লির একিউআই। কিন্তু সোমবার সকালে চরম দূষণে ঢেকে গিয়েছে দিল্লির বাতাস। সেইসঙ্গে একদিনে ১৪০ শতাংশ বেড়েছে বাতাসে সূক্ষ ধূলিকণা পিএম২.৫(PM2.5)-এর মাত্রা। সোমবার সকাল ৭টায় বাতাসে ওই সূক্ষ ধূলিকণার পরিমাণ ছিল গড়ে ২০০.৮। রবিবার যা ছিল ৮৩.৫। পিএম২.৫ ও পিএম১০- এই দুই ধরনের ধূলিকণা প্রায় ৫০০ ছুঁয়েছে দিল্লির রোহিনী, আইটিও, এয়ারপোর্ট এলাকা। একিউআইয়ে বাতাসের মান কত, সেই পরিসংখ্যান অবশ্য প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ দিল্লির একাধিক এলাকায় একিউআই(AQI) ছিল ৩০০-এর উপরে।
প্রসঙ্গত, দীপাবলির আগে থেকেই বায়ুদূষণে জেরবার দিল্লি। পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নেয় দিল্লি সরকার। ধূলিকণার পরিমাণ নিয়ন্ত্রণে কৃত্রীম বৃষ্টিও ঘটানো হয় শহরের একাধিক এলাকায়। এমনকি বাজি পোড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত। সচেনতামূলক পদক্ষেপ করায় দীপাবলির দিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে প্রচুর বাজি ফাটানো হয়েছে রাজধানী জুড়ে। ফলে বায়ুদূষণের বাড়বাড়ন্তে ফের দমবন্ধ হতে চলেছে দিল্লিবাসীর অবস্থা।