নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে
অগ্নিকাণ্ড। বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। এমসিএইচ বিল্ডিংয়ের
চারতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।
জানা গিয়েছে, সোমবার বিকেলে হেমাটোলজি বিভাগের গবেষণাগারে আগুন লাগে। হাসপাতাল
সূত্রে বলা হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সেখানে কোনও রোগী না থাকায় বিপদ
অনেকটাই এড়ানো গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। ওখানে
কোনও রোগী না থাকায় দমকলকেও কাউকে উদ্ধার করে সরাতে হয়নি।
তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট
থেকে আগুন লেগেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।