নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিককে এবার জেলের খাবারই খেতে হবে। এনফোর্সমেন্ট ডিরক্টরেটের
হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার মিলছিল। এখন থেকে তা আর হবে না।
কেন বদলে গেল নিয়ম?
২৭ অক্টোবর শুক্রবার রেশন বণ্টন দুর্নীতি তদন্তে
প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে
ইডি। তারপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালতে অসুস্থ হয়ে পড়েন
জ্যোতিপ্রিয়, এমনকী তাঁর জ্ঞানও ছিল না। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারে এক
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অর্থাৎ ৩০ অক্টোবর তাঁকে হাসপাতাল
কর্তৃপক্ষ ছেড়ে দেয়। আদালতের রায় অনুযায়ী ইডি হেফাজতে রাখা হয় বালুকে।
সেইসময় হাসপাতালের ডায়েট মেনে বাড়ির খাবার দেওয়ার
অনুমতি দেয় আদালত। মন্ত্রীর মেয়েকেও সে সময় খাবার দিয়ে আসতে দেখা গিয়েছে। বাড়ির
মানুষজনকে আগে সেই খাবার খাওয়ানো হত, তারপর বালুকে খেতে দিত ইডি।
কিন্তু রবিবার থেকে জেল হেফাজত হয়েছে প্রাক্তন
খাদ্যমন্ত্রীর। এবার সেখানে হাসপাতালের ডায়েট চার্ট মেনে খাবার দেওয়ার পরিকাঠামো
আছে কিনা জেল কর্তৃপক্ষর কাছে তা জানতে চায় আদালত। যদিও রবিবার রাতে ডায়েট মেনে
খাবার দেওয়া হয় তাঁকে। সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ বন্ধ খামে
আদালতকে তাদের জবাব পাঠায়। জানা গিয়েছে, ডায়েট চার্ট মেনে খাবার দিতে কোনও সমস্যা
নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। ফলে এখন থেকে আর বাড়ির
খাবার নয়, মন্ত্রীকে জেলের খাবারই খেতে হবে।