নিউজ ডেস্ক: নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং দেশবিরোধী কার্যকলাপের জন্য মণিপুরের ৯টি মেইতেই জঙ্গি দলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তর-পূর্বের এই রাজ্যে শান্তি ফেরাতে এই দলগুলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএপিএ ধারায় পিপলস্ লিবারেশন আর্মি(PLA) এবং এর রাজনৈতিক শাখা রেভেলিউশনারি পিপলস্ ফ্রন্ট(RPF), মণিপুর পিপলস্ আর্মি(MPA), ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট(UNLF), দ্য রেড আর্মি সহ আরও ৪টি মেইতেই চরমপন্থী দলকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, “ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই দলগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। দেশে সন্ত্রাসবাদ, হিংসা, বিচ্ছিন্নতাবাদের জাল বিস্তারে ক্রমাগত কাজ করে চলেছে এই দলগুলি।” শুধু তাই নয়, মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে এরা লড়াই করছে বলেও জানিয়েছে মন্ত্রক।
প্রসঙ্গত, বিগত ৭ মাস ধরে মেইতেই-কুকি সংঘাতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের নেতৃত্বে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও, এখনও জ্বলছে আগুন। পরিস্থিতির সুযোগ নিয়ে হিংসায় ঘৃতাহুতি করছে একাধিক জঙ্গি সংগঠন। এমনকি ভারত ভাঙার ছক কষা হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। পরিস্থিতি স্বাভাবিক করতে কোনও রকম ফাঁক রাখতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার, তা বয়াই বাহুল্য।