নিউজ
ডেস্ক: শীতের হাল্কা আমেজ নিয়ে কালীপুজো কেটেছে। এখন ভাইফোঁটার প্রস্তুতি
চলছে। উৎসবের আবহে বৃষ্টি হলে আনন্দটাই অনেক সময় মাটি হয়ে যায়। এখন সবাই চাইছে
ভাইফোঁটাও শীতের আমেজে ভালভাবে কাটুক। অনাহূতের মতো বৃষ্টির প্রয়োজন নেই। আলিপুর
আবহাওয়া দফতর কিন্তু অন্য কথা শোনাচ্ছে।
ঘূর্ণাবর্তের
সম্ভাবনার কথা আগেই বলেছিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি
ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে ওই ঘূর্ণাবর্ত মঙ্গলবারই দক্ষিণ-পূর্ব
বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। রাজ্যে কার্যত মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ায়
বদল আসতে পারে। এর ফলে মঙ্গলবার বিকেল থেকেই কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। এমনকী
বৃষ্টির সম্ভাবনাও আছে। শীতের যে আমেজ ছিল এ সপ্তাহে সেই তাপমাত্রা তিন ডিগ্রি
সেলসিয়াস বাড়তে পারে। নিম্নচাপ বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে
পরিণত হবে। তখন নিম্নচাপের অবস্থান থাকবে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ
বঙ্গোপসাগরে। এরপর দিক পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে
শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে আবহাওয়ার বদল ঘটবে।
আবহাওয়া
দফতরের পূর্বাভাস অনুযায়ী ভাইফোঁটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকেই উপকূলের
জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা বৃষ্টিতে
ভিজতে পারে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও
নদিয়াতে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ
ক্রমশ বাড়বে। পাহাড়ি এলাকা ছাড়া উত্তরবঙ্গের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার ইডেনে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া
ও দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির ভ্রূকুটি ভাবাচ্ছে কর্তৃপক্ষকে।