নিউজ ডেস্ক: ২০১৫ সালে
গো মাংস খেয়ে সম্প্রীতির অজুহাতে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল বিকাশ
রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার হিন্দু ধর্মের দেবতাদের অপমান করলেন তিনি। ১১ নভেম্বর নিজের ফেসবুক ওয়ালে ভাগবান শিবকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে প্রবল
সমালোচনার মুখে পড়েন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টচার্য। শিব
ঠাকুরকে অপমান করে থেকে থাকনেনি তিনি। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের জন্য নাকি তাঁদের পরিবার নষ্ট হয় এহেন কুরুচিকর মন্তব্য
করেন এই কমিউনিস্ট নেতা। ২২
লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে গিনিস বুকে নাম লেখানো অযোধ্যার অনুষ্ঠানকে তাচ্ছিল্য
করতে গিয়ে আবারও হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে বসেন বলে
অভিযোগ গেরুয়া শিবিরের। প্রভু রামকে
“কাল্পনিক ভগবান” বলে হিন্দুদের বিশ্বাসে আঘাত
করেছেন তিনি, বলছে বিজেপি।
ঘটনার সুত্রপাত
১১ নভেম্বর। এক মাতাল ব্যক্তির অভিজ্ঞতার
কথা বিকাশ বাবু তুলে ধরেন নিজের ফেসবুক ওয়ালে। অভিজ্ঞতা
শেয়ার করতে গিয়ে ভগবান শিবকেই নিশানা করে বসেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা। এর
পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। কিন্তু এখানেই
থেমে থাকার পাত্র নন বিকাশ বুঝিয়ে ১৩ নভেম্বর পুনরায়
হিন্দু ভাবাবেগে নিশানা করে বসেন। এবার টার্গেট হিন্দুদের আরও
এক আরাধ্য দেবতা। শ্রী রাম। অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠা ও দীপোৎসবকে কটাক্ষ করতে গিয়ে রামকে কাল্পনিক চরিত্র বলে
ফেলেন নিজের লেখায়। ফের নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
বিকাশ বাবুর
পরপর হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার সমালোচনা করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের নেতাদের প্রশ্ন
নিজেকে বামপন্থী প্রমাণ করতে গেলে কী হিন্দুদের ধর্মীয় ভাবনায় আঘাত দেওয়াটা আবশ্যিক
কর্তব্য। রাজ্য বিজেপি কালচারাল সেলের কো কনভেনার দেবাশীষ চৌধুরি বলেন, “উনি বলেছেন ধর্মীয় ভাবাবেগের জন্য পরিবার নষ্ট হয়। ওনার এটা বলতে লজ্জা হল না। আগে উনি বলুন কমিউনিস্ট পার্টি করার জন্য কত পরিবার বাংলা, দেশ সহ সারা পৃথিবীতে কত পরিবার নষ্ট হয়েছে। কত মানুষ খুন হয়েছে। কত গনহত্যা করেছে বাম্পন্থীরা। ভগবান কাউকে হত্যা করতে কাউকে কষ্ট দিতে কোথাও উল্লেখ করেনি। কিন্তু অনাদের নেতারা নানান সময় নানান জায়গায় মারামারি হত্যা সহ অনেক অকাজ কুকাজ করার নির্দেশ দিয়েছে প্রকাশ্যে। ক্ষমতা চলে গেছে দম্ভ যায়নি”।
প্রসঙ্গত সিপিএমের একাধিক
নেতার বিরুদ্ধে অতীতেও সংখ্যাগুরুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৫
সালে সম্প্রীতির জন্য মাংস ভক্ষণ করেছলেন বিকাশ। একটি প্রাণীর মাংস ভক্ষণের সঙ্গে সম্প্রীতির
কি সম্পর্ক আজ অবধি বাঙালীকে বুঝিয়ে উঠতে পারেনি ২৩৫ থেকে ০ নেমে আসা দলের নেতারা।
অন্যদিকে গেরুয়া শিবিরের আরও দাবি হিন্দু ছাড়া বাকি ধর্মের সমালোচনা থেকে বাঁচার চেষ্টা
করেন বামপন্থীরা।