নিউজ ডেস্ক: জগৎপুর
বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃত দেহ উদ্ধার হল
মঙ্গলবার। বাথরুমের মধ্যে একটি ড্রামের মধ্যে রাখাছিল দেহটি।
ড্রামের মধ্যে মৃত দেহ রেখে তার মধ্যে গলা সিমেন্ট ঢেলে ড্রামের মুখ সিমেন্ট দিয়ে
আটকানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি
থানার পুলিশ, উচ্চ পদস্থ আধিকারিক ও বিধাননগর গোয়েন্দা শাখার
পুলিশ।
জগৎপুর বাজারের
সংলগ্ন ডাক্তার গোপাল মুখার্জির বাড়ির তিন তলার রুমের বাথরুমে ড্রামের মধ্যে থেকে
এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুর বেলায়। পুরো বাড়িটি ভাড়া দেওয়া
ছিল বলে স্থানীয়দের দাবি। ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়
ড্রামের মধ্যে মহিলার মৃতদেহ রেখে তার মধ্যে সিমেন্ট গুলে ঢেলে দেওয়া হয়। যাতে পচা
গন্ধ বাইরে না বেরিয়ে যায়। যদিও মহিলার নাম পরিচয় জানা যাইনি। বাড়ির মালিক ডাক্তার
গোপাল মুখার্জি বাড়ি পরিষ্কার করতে এসে দেখে বাথরুমের মধ্যে একটি ড্রাম রয়েছে যার
ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো ছিল এবং পচা গন্ধ পায়। এরপর বাড়ির মালিক বাগুইআটি থানায়
যান। এর পর পুলিশ এসে যখন কাটার দিয়ে ড্রামের মুখ কাটে তখন দেখা যায় ড্রামের মধ্যে
মৃতদেহ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এর উচ্চ পদস্থ আধিকারিক ও
গোয়েন্দা শাখার পুলিশ।
তবে এই মৃতদেহটি
কার সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। কেউ নিখোঁজ আছে কিনা সেটাও জানার চেষ্টা
করছে। পুলিশের দাবি খুন করে দেহ লোপাটের জন্য এই কাজ করা হয়েছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ
করা হবে। কারা এই বাড়ি ভাড়া নিয়েছিল। কাদের আসা যাওয়া ছিল। কতদিন আগে থেকে ঘর বন্ধ
ছিল। ঘরটির চাবি আর কারোর কাছে ছিল কিনা জানার চেষ্টা করা হবে।