নিউজ ডেস্ক: বাড়ির খাবারে ইতি!
এবার থেকে জেলের খাবার খেতে হবে অভিযুক্ত মন্ত্রীকে। তাঁকে ডায়েট চার্ট মেনে খাবার
দেবে জেল কর্তৃপক্ষ। এর আগে বাড়ির খাবার দেওয়া হচ্ছিল মন্ত্রী। সেই বাড়তি সুবিধেয় কাটছাঁট
করে দিল জেল কর্তৃপক্ষ। সংশোধনাগার সূত্রে খবর তাঁদের পরিকাঠামো রয়েছে মন্ত্রীকে তার
ডায়েট চার্ট মত খাদ্য সরবরাহ করার। আদালতে বন্ধ খামে সেই সংক্রান্ত রিপোর্ট জমাও দিয়েছে
বলে জানা গেছে।
প্রসঙ্গত প্রেসিডেন্সি জেলে রয়েছেন
পার্থ চট্টোপাধ্যায়। ফলে দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্গীকে বিচারাধীন অবস্থাতেও সঙ্গী পাবেন
জ্যোতিপ্রিয়। পার্থ এখন সংশধনাগারের খাবার খাচ্ছেন এবং সুস্থই আছেন। হ্যাঁ ওজন কমেছে
অবশ্য তার। ১৬ নভেম্বর পর্যন্ত জেলে থাকবেন বালু। পাশাপাশি আদালত জানিয়েছিল, রবিবার পর্যন্ত মন্ত্রী বাড়ির খাবারই খেতে পারবেন। বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে যে ডায়েট
চার্ট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, জেলে সেই পরিষেবা
পাওয়া সম্ভব কি না, তার রিপোর্ট সোমবার চাওয়া হয়। সেই মত জেল কর্তৃপক্ষ সোমবার রিপোর্ট দিয়ে জানায়, বিশেষ
ডায়েট চার্ট মেনে মন্ত্রীকে খাবার তাঁরা দিতে পারবেন। তাই এ বার বাড়ির বদলে জেলের
খাবার খাবেন জ্যোতিপ্রিয়। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী তথা
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর তাঁকে আদালতে পেশ করার সময়ই
হঠাৎ এজলাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইডি হেফাজতে যাওয়ার আগেই তাঁকে একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর রবিবার
পর্যন্ত ইডি হেফাজতে ছিলেন জ্যোতিপ্রিয়।
জেল হেফাজতের কথা ঘোষণা হতে
মন্ত্রী শারীরিক ভঙ্গিমায় পরিবর্তন দেখা যায়। সহায়ক ছাড়া যিনি একটু আগে চলতে পারছিলেন
না পুনরায় নিজেই হেঁটে পুলিশের গাড়িতে উঠে যান। যাওয়ার সময় অবশ্য বলে গেলেন, “জেলে
যাব। কি করা যাবে। অন্তত ইডির হাত থেকে মুক্ত হলাম। ইডির অত্যাচার থেকে বাঁচলাম”।