নিউজ ডেস্ক: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। ভারতের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার ৮০০ কিমি দক্ষিণপূর্বে, ভারত মহাসাগরের নীচে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের অভিকেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
শ্রীলঙ্কার জিওলজিক্যাল সার্ভে অ্যান্ড মাইনস ব্যুরো জানায়, এই ভূমিকম্পের জন্য সেদেশে ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। তবে উচ্চমাত্রায় কম্পনের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। কলম্বোয় বহুতল থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাদের। এদিকে সমুদ্রের নীচে কম্পন হওয়া সত্ত্বেও, কোথাও কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
Tags: NULL