নিউজ ডেস্ক: সাহারা গ্রুপের স্রষ্টা সুব্রত রায় প্রয়াত। মঙ্গলবার রাতে মুম্বইয়ের
হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তঁকে মুম্বইয়ের কোকিলাবেন
হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সাহারা গ্রুপ বিবৃতি দিয়ে জানিয়েছে, কোকিলাবেন
হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রত রায়ের মৃত্যু হয়।
সুব্রত রায় ১৯৪৮ সালে বিহারে জন্মেছিলেন। তাঁর হাত ধরেই ফুলে ফেঁপে
ওঠে সাহারা গ্রুপ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুব্রত রায় ১৯৭৬ সালে চিটফান্ড সংস্থা ‘সাহারা ফিনান্স’ অধিগ্রহণ করেন। দু’বছর পর তার নাম বদলে
দেন। সংস্থার নতুন নাম হয় ‘সাহারা পরিবার’। এরপরেই ধীরে ধীরে আর্থিক প্রতিষ্ঠান,
আবাসন শিল্প, সংবাদমাধ্যম ও হোটেল ব্যবসা-সহ বিভিন্ন ক্ষেত্রে পা রাখেন। দেশের
মধ্যে অন্যতম হয়ে ওঠে সাহার গ্রুপ। বিদেশেও ছড়িয়েছিল তাঁর ব্যবসা।
এসবের মধ্যেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। বেআইনি ভাবে বাজার থেকে বিপুল
পরিমাণ টাকা তুলেছিলেন বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল সেবি। ব্যাঙ্কিং পরিষেবার
বাইরে থাকা লক্ষ লক্ষ ভারতীয়কে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছিল সাহারা
কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ২০১৪ সালে সুব্রত রায়ের জেল হয়। প্রায় দু’বছর জেলে থাকার পর
২০১৬ সালে প্যারোলে বেরিয়ে আসেন। তারপর আর জেলে যাননি। মৃত্যুর সময় রেখে গেছেন
স্ত্রী স্বপ্না রায়, দুই পুত্র সুশান্ত এবং সীমান্ত রায়কে।