নিউজ
ডেস্ক: ভাইফোঁটার দিনেও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কলকাতা-সহ
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচে বিঘ্ন
ঘটতে পারে। কারণ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ওই ম্যাচ।
আলিপুর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত থেকে সাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বুধবার তা নিম্নচাপের
রূপ নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে
অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা টার্ন
নিয়ে উত্তর-পূর্বে ঘুরে গিয়ে ওড়িশা উপকূলে পৌঁছে যেতে পারে।
এই
নিম্নচাপের জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত
রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের তিন
জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভাইফোঁটার দিনই বৃষ্টি
শুরু হতে পারে। বৃহস্পতিবার এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার দুই
২৪ পরগনাতে বৃষ্টি বাড়তে পারে। আর শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের
আরও কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল কলকাতা,
হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। তবে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রামে হাল্কা
বৃষ্টির সম্ভাবনা রয়েছে।