নিউজ
ডেস্ক: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
বিশ্বকাপ জয় করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। বুধবার সেখানেই এবারের বিশ্বকাপের
সেমি ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সেখানে একটি ব্যবহত পিচেই খেলা হবে
বলে ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গিয়েছে। একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে মাঠে
নামার আগে পিচ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু জানা যাচ্ছে নিয়ম মেনেই ব্যবহৃত
পিচে খেলবেন রোহিত শর্মারা।
জানা
গিয়েছে ওয়াংখেড়েতে প্রথম সেমি ফাইনালের জন্য একটি অব্যবহৃত পিচ চিহ্নিত করা হয়েছিল।
সেটি ছিল ৭ নম্বর পিচ। পরে ঠিক হয় ৬ নম্বর পিচে খেলা হবে। ওই পিচে এর আগে
বিশ্বকাপের দুটি ম্যাচ খেলা হয়েছে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম
শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল। ওি পিচ মন্হর হওয়ায় রোহিতরা ভারতীয় বোলারদের সুবিধার্থে
ওই পিচে বেছে নেয়। যদিও আইসিসি প্রতিনিধি ৭ নম্বর পিচে ম্যাচের পক্ষপাতি।
পিচ
বদলে ফেলায় ভারতের বিরুদ্ধে কার্যত দাদাগিরির অভিযোগ উঠেছিল। নিয়ম না মেনে নিজের
দেশে খেলার সুবিধা নেওয়ার অভিযোগ করে সমালোচনাও শুরু হয়েছিল। যদিও দুই দলের পক্ষ
থেকে এ নিয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী, গ্রাউন্ড অথরিটি অর্থাৎ মাঠের দায়িত্বে থাকা
কর্তৃপক্ষ এক্ষেত্রে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচের পিচ নির্বাচন করার
জন্য দায়ী। ফলে এখানে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি।