নিউজ
ডেস্ক: ১০-এ ১০। এই লক্ষ্য নিয়েই বুধবার
ওয়াংখেড়মুখী ক্রিকেটপ্রেমীরা। এবারের বিশ্বকাপে রোহিত-বিরাটদের পারফরম্যান্সে ট্রফি
জয়ের প্রত্যাশা রয়েছে। রাউন্ড রবিন লিগের সবকটি ম্যাচ জিতে সেমি ফাইনালে নামছে
ভারত।
আর তার
আগেই সন্ত্রাসবাদী হামলার হুমকি পেয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। এক্স
হ্যান্ডেলে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র,
গ্রেনেডের ছবি দিয়ে মুম্বই পুলিশকে ট্যাগ করে পোস্ট করেছে। সেখানেই অপ্রীতিকর ঘটনা
ঘটতে পারে বলে দাবি করা হয়েছে। এর জন্য বাড়তি সজাগ বাণিজ্যনগরীর পুলিশ।
নিরাপত্তার কড়া বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর।
মুম্বই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকের উপর নজর রাখা হচ্ছে। আশপাশের এলাকাতেও চলছে
বিশেষ নজরদারি। কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তার তল্লাশি করা হচ্ছে। কোনও
অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সমরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বকাপে
দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারতীয় দল। সেমি ফাইনাল ও ফাইনাল এই দুটি ম্যাচ
জিতলেই ঘরে আসবে ট্রফি। যার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দেশজুড়ে দীপাবলির উৎসবের আবহে বুধবার অন্যমাত্রা যোগ করতে পারে রোহিত-বিরাটদের
কিউয়ি বধ।