নিউজ ডেস্ক:মহুয়া মৈত্রের প্রশ্ন ঘুষ কাণ্ডের জেরে লোকসভায় সাংসদদের প্রশ্ন করার
অধিকারের নিয়মে বদল আনা হচ্ছে। সূত্রের খবর, এবার থেকে
সাংসদদের আপ্তসহায়করা অনলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন না। আপ্তসহায়কদের এই অধিকার
অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে সাংসদরা ব্যক্তিগত
উদ্যোগে প্রশ্ন করতে পারবেন।
এথিক্স কমিটি নিজেদের রিপোর্টে মহুয়া
মৈত্রের সাংসদ পদ বাতিল করার সুপারিশ করেছিল বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বিজেপি
শীর্ষ নেতৃত্বের যা মনোভাব তাতে,
লোকসভায় ওই রিপোর্ট পেশ হলে শাসক শিবির ওই সুপারিশকে পূর্ণ সমর্থন
জানাবে। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে মহুয়ার সাংসদ পদ খারিজ হলে, রাজনৈতিক ভাবে তিনি এবং তাঁর দল লাভবান হবে কি না, তা-ও
ভাবাচ্ছে বিজেপিকে।
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তাঁর সাংসদ
অ্যাকাউন্টের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবসায়ী দর্শন
হিরানন্দানিকে দিয়েছিলেন। সূত্রের খবর, এই বিতর্কের জেরে
লোকসভায় সাংসদদের হয়ে তাঁদের ব্যক্তিগত
আপ্তসহায়কদের অনলাইনে প্রশ্ন জমা দেওয়ার যে অধিকার ছিল, তা
আপাতত অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আসন্ন শীতকালীন অধিবেশনে
প্রশ্ন করতে হলে, সাংসদদের নিজস্ব অনলাইন অ্যাকাউন্টের
মাধ্যমে বা হাতে লিখেই তা করতে হবে। এ নিয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঠিক করতে গতকাল
একটি বৈঠকেও বসে লোকসভার সচিবালয়। তবে আগামী দিনে আপ্তসহায়কদের অ্যাকাউন্ট
পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও
সিদ্ধান্ত হয়নি।