নিউজ ডেস্ক:বাহানার শেষ নেই জেলবন্দি মন্ত্রীর। হাসপাতালে ভর্তির বায়নাক্কার পর এবার সরাসরি জেলে মোবাইল চেয়ে বসলেন মন্ত্রী। এমনকি আদালতে হাজিরা দিলেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে আরও খবর একই ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ প্রাক্তন খাদ্যমন্ত্রী।
এর আগে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর দুবার জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার ইডির স্পেশাল কোর্টে পেশ করার কথা ছিল মন্ত্রীর। কিন্তু হাতে ও পায়ে ব্যথার অজুহাত দেখিয়ে তিনি আদালতে আসতে অনীহা প্রকাশ করেন। এরপর জেলের চিকিৎসক তাকে আনফিট বলে ঘোষণা করেন। সেইকারণে তাঁকে সশরীরে আদালতে হাজির না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনই চার দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে মন্ত্রীর। তাই তাকে আদালতে পেশ করানোর প্রয়োজন ছিল। এর আগে জ্যোতিপ্রিয় বারংবার তার হাতে ও পায়ে প্যারালাইসিস হচ্ছে বলে দাবি করেন। এমনকি রবিবার সন্ধ্যায় জেলে যাওয়ার সময় তীব্র আপত্তি তোলেন। জেলে গিয়ে সেল পছন্দ হয়নি মন্ত্রীর। খাটের প্রয়োজন বলে দাবিও তোলেন। পার্থ থাকলে আমি পাব না কেন চেঁচিয়ে ওঠেন তিনি। যদিও জেল সূত্রে খবর এখনও অবধি মাটিতেই শুতে হচ্ছে তাকে।