নিউজ ডেস্ক: রাজ্যের শাসক দলের বঞ্চনার অভিযোগের জবাব উন্নয়নে দিল কেন্দ্র সরকার। নতুন বছরে বাংলাকে উন্নয়ন উপহার কেন্দ্রের। ২০২৪ এর শুরুতেই আসানসোল ডিভিশনের পাঁচটি স্টেশনকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল দফতর। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলার এই ৫ স্টেশনের আমুল পরিবর্তন হবে। রেল সূত্রে জানা গিয়েছে আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ঝাড়খণ্ডের কুমারডুবি স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হবে জানুয়ারি মাসে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।
রেল সূত্রে খবর রানীগঞ্জে চলমান সিঁড়ি, লিফট, আধুনিক যাত্রী প্রতীক্ষালয় পাণ্ডবেশ্বর স্টেশনের সৌন্দর্যায়ন, অন্ডালে লিফট, চলমান সিঁড়ি এবং ফুট ওভার ব্রিজের কাজ শুরু হবে। পাশাপাশি পাণ্ডবেশ্বর লাগোয়া সোনপুর বাজার খনি থেকে রেলের প্রচুর পরিমাণে কয়লা পরিবহন হয়। সেই কারণে এই এলাকার সৌন্দর্যায়ন এবং উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রেল। এই কাজের জন্য রানীগঞ্জে ৩৫ কোটি, পাণ্ডবেশ্বর ২১ কোটি এবং অন্ডালের জন্য ২০ কোটি এবং কুমারডুবির স্টেশনের আধুনিকীকরণের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছে। সেক্ষেত্রে ভাল প্লেয়ারের মত কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিল কেন্দ্র সরকার এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।