নিউজ ডেস্ক: ফিরল একই স্মৃতি। ফের একবার অজিদের কাছে হেরে চোকার্স দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে ২ বারই জয়ের হাসি হেসেছে অজিরা। ২০২৩ বিশ্বকাপেও একই ছবি। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের হৃদয় বিদারক ম্যাচের স্মৃতি এখনও টাটকা। ল্যান্স ক্লুজনারের সেই অতিমানবীয় ইনিংস, হারের পরিস্থিতি থেকে দলকে জেতার মুখে নিয়ে আসা, অস্ট্রেলিয়ার সমান স্কোর করেও লাস্ট উইকেটে অ্যালান ডোনাল্ডের রান আউট, অনেকেই এখনও ভুলতে পারেনি।
ক্রিকেটের নন্দনকাননে প্রোটিয়াদের হারিয়ে অষ্টম বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২১২ রান তুলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫ বারের বিশ্বজয়ীদের সামনে টার্গেট ছিল ২১৩। কম পুঁজি নিয়েও দারুণ লড়াই করেন প্রোটিয়া বোলাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ২১৫ রান তুলে ফেলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যার ফলে ৩ উইকেটে দ্বিতীয় সেমিফাইনাল জিতে নিল অজিরা। ১৯ নভেম্বর আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কামিন্সরা।