West Bengal Weather Update: কমল তাপমাত্রা, বইছে ঝোড়ো হাওয়া- ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কতটা আশঙ্কায় রাজ্য?
নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার নাম দেওয়া হয়েছে মিধিলি। ইতিমধ্যে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই নিম্নচাপের কেন্দ্র। কিছু সময়ের মধ্যেই এই ঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশের বুকে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে মেঘলা আকাশ। দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।
শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে প্রায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে এই ঝড়, বাংলাদেশের খেপুপাড়া এবং মোংলা অঞ্চল এই ঝড়ে আক্রান্ত হতে পারে বলে জানা গিয়েছে।