নিউজ ডেস্ক: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। একইসঙ্গে তাঁরা চাইছেন, সরকারি কোনও হাসপাতাল নয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এইমসে হোক ময়নাতদন্ত। দ্বিতীয়ত, এইমসে ময়নাতদন্ত চলাকালীন ভিডিয়োগ্রাফি করা হোক।
কী ঘটেছিল সেদিন?
চোরাই মোবাইল ব্যবহারের অভিযোগে থানায় ডাকা হয় বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। ওদিকে থানায় ডেকে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ পরিবারের। যে অভিযোগ ঘিরে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভও দেখায় মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, পুলিসি মারের চোটেই মৃত্যু হয়েছে অশোক সাউ নামে ওই ব্যক্তির। পুলিসি মারধরেই মৃত্যুর অভিযোগ বিজেপিরও। অভিযোগ, আর্মহার্স্ট স্ট্রিট থানায় ডেকে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু। পরিবারের অভিযোগ, শরীরে রয়েছে আঘাতের চিহ্নও।