নিউজ ডেস্ক: ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই উৎসবের মঞ্চেই করণ জোহর আর সারা আলি খান অভিনীত ছবি ‘এয়ে বতন মেরে বতন’-এর ফার্স্ট লুক লঞ্চ হবে। এই প্রথমবার পরিচালনা ছেড়ে অভিনয়ের জগতে পা রাখছেন করণ জোহর।
২১ নভেম্বর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ফার্স্ট লুক লঞ্চ হবে এই ছবিটির। ছবিটি মুক্তি পাবে আমাজন প্রাইমে। বিপ্লবী উষা মেহতার জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবিটি যেখানে জুষা মেহতার চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান।
১৯৪২ সালের অগাস্ট আন্দোলনের সময় এই বিপ্লবী উষা মেহতাই নিজের দায়িত্বে আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন চালাতেন যা ইতিহাসে তাকে স্মরণীয় করে রেখেছে।