নিউজ ডেস্ক: দিল্লির বাতাসের গুণমানের কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে দিল্লির আকাশ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে আরকে পুরমের বাতাসের গুণমান ছিল ৪৬১, মোতি বাগে ৪৫৪, আইজিআই বিমানবন্দরে ৪৬৫ ও নেহরু নগরে ৪৭৫। ফলে আজও রাজধানীর বাতাসের গুণমান ‘খুব খারাপ’ বলেই জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
দিল্লি দূষণ বিগত কয়েক মাসে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে পড়ছেন রাজধানীর বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টির ভাবনা চিন্তাও করা হয় আপ সরকারের তরফে। IMD জানিয়েছে যে আগামী চার দিনের মধ্যে দিল্লিতে কুয়াশার আগমন হবে। সেক্ষেত্রে কুয়াশা আর দূষণ মিলিয়ে যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে রাজধানীতে, স্বাস্থ্যের পক্ষে তা খুবই মারাত্মক বলে জানিয়েছেন চিকিৎসকরাও।
প্রতি বছরই বায়ু দূষণের জেরে ধোয়াঁশার চাদরে ঢেকে যায় রাজধানী। ঠান্ডা পড়তে এখনও বেশ কিছুটা দেরি। কিন্তু, এরই মধ্যে ফের ভয় ধরাচ্ছে দিল্লির দূষণ। দিনের বেলাতেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।