নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রাঁচির অদূরে অন্তর্গত
মান্দার ব্লকের মুড়মা গ্রামে চারটি মন্দিরের মূর্তির ভেঙে
ফেলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই এলেকায় এর আগে এই ধরণের ঘটনা
শেষ কবে ঘটেছিল তা মনে করতে পারছেন না স্থানীয়রা। সাম্প্রদায়িক অশান্তি তৈরির জন্য
এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সাংসদ সুদর্শন ভগত বলেন, “বৃহস্পতিবার রাতে মুড়মা গ্রামের মহাবীর মন্দির, ছোট বজরংবলী মন্দির, বুড়ো মহাদেব, মাধাই দেবী মন্ডপে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা সংঘটিত অপকর্মের তীব্র নিন্দা
জানাই। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি
সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারকে অনুরোধ করছি।
তাই পুরো বিষয়টির খোঁজখবর নিয়ে যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে কঠোর
ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। প্রয়োজনে উর্ধ্বতন পর্যায়েও কথা বলব”।