নিউজ ডেস্ক: ম্যাচ চলাকালীন অমিতাভ বচ্চনকে চোখ বেঁধে রাখার নিদান দিলেন এক অনুরাগী। সদ্য সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত। এবার প্রতিপক্ষ অজি শিবির। ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই দল। রবিবারের সেই ম্যাচের অপেক্ষায় এখন প্রহর গুনছেন দেশবাসী।
বুধবার ভারতের ম্যাচ জেতার পরে সমাজমাধ্যমের পাতায় বিগ বি জানান, তিনি নাকি সেমিফাইনালে ভারতের খেলা দেখেনইনি। অমিতাভ লেখেন, ‘‘আমি খেলা না দেখলেই ভারত জেতে!’’ শাহেনশার এমন স্বীকারোক্তি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। অমিতাভের এই কথা ফাঁস করার পরে নেটপাড়ায় সক্রিয় ক্রিকেট অনুরাগীরা। তাঁদের দাবি, অমিতাভ খেলা না দেখলে যদি ভারত ম্যাচ জেতে— তা হলে ফাইনালের দিন যেন তাঁর চোখ বেঁধে দেওয়া হয়। অনেকে আবার বলেছেন ফাইনালের দিন অমিতাভকে যেন দূরের নির্জন কোনো দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়।