নিউজ ডেস্ক: সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম ৫ লস্কর-ই-তইবা জঙ্গি। বৃহস্পতিবার রাত থেকেই গুলির লড়াই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে কাশ্মীর পুলিশের তরফে। ওই এলাকা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কুলগাম জেলার ওই এলাকায় যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেই খবর পেয়েছিল কাশ্মীর পুলিশ। গোপন সূত্র থেকে সেই খরব পেয়ে অভিযান চালায় তারা। শুরু হয় গুলির লড়াই। শুক্রবার সকালে সেই লড়াইয়ের তীব্রতা আরও কিছুটা বেড়ে গিয়েছিল। এরপর লড়াই চলাকালীন পাঁচ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা।
এর আগে ১৫ নভেম্বর উরি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। যদিও তা রুখে দেয় সেনা। জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার তরফে যৌথ অভিযান চালানো হয় সেখানে। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন কালি’।