নিউজ ডেস্ক: তাঁর শরীরটা ক’দিন ধরেই নাকি ভালো যাচ্ছে না। বহুবার ক্যামেরার সামনে একথা জানিয়েছেন তিনি। এমনকী, বেশিদান বাঁচবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এরই মধ্যে আচমকা জেলে অসুস্থ হয়ে পড়লেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাতে প্রেসিডেন্সি জেলেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
গ্রেফতারির পর থেকেই অসুস্থ জ্যোতিপ্রিয়। জানিয়েছিলেন তাঁর হাত-পা ব্যথা। পক্ষাঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এমনকী, প্রথমদিন আদালতে পেশ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল তাঁকে হাসপাতালে। কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর ছুটি পান তিনি। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানির সময় আদালতেও অসুস্থতার কথা জানান। আর বৃহস্পতিবার জেলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। দেওয়া হয় অক্সিজেন। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সুস্থ হন মন্ত্রী।