নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাই
কোর্টে ফেরত পাঠানো মামলার নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন করলেন হাইকোর্টের প্রধান
বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই
মামলাগুলি শুনবেন।
সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি
সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম
কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ৬ মাসের মধ্যে এই সব
মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য হাইকোর্টকে এই সমস্ত
মামলার নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি
অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ। সেই মতই যাতে মামলার
দ্রুত শুনানি হয় তার জন্যই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই
মামলাগুলি শুনবেন।