নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ভারতীয় ফুটবল দলের জয়। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে কুয়েতের মাঠে কুয়েতকে ১-০ গোলে হারাল ভারত। মনবীর সিংহের গোলে জেতে ভারত। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে কুয়েত। তবে তাদের ঘরের মাঠের সমর্থকদের সামনে জয় তুলে নেওয়া ছিল খুবই কঠিন। সেই কঠিন কাজটাই যেন সহজে করল ভারত।
ঘরের মাঠে ইতিমধ্যেই তিনটি আন্তর্জাতিক ট্রফি জিতে নিয়েছেন সুনীল ছেত্রীরা। এর মধ্যে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ যেখানে ১-০ ব্যবধানে কুয়েতকে হারিয়ে এগিয়ে গেল ভারত।
কুয়েত সিটির জাবের আহমেদ স্টেডিয়ামে ভারতেরও প্রচুর সমর্থন ছিল। বিদেশের মাটিতে এই সমর্থনই যেন ভারতকে বাড়তি তাগিদ দেয়। শুরু থেকেই দাপুটে ফুটবল। একাধিক সুযোগ তৈরি হলেও কাজে লাগানো যাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে সেই কাঙ্খিত গোল। দলের তরুণ ফুটবলার মনবীর সিংয়ের একমাত্র গোলে কুয়েতকে হারায় ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী গোল না পেলেও তাঁর পারফরম্যান্স বরাবরের মতোই প্রশংসনীয়।