নিউজ ডেস্ক: গীতা জয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে রয়েছেন সাধু-সন্তদের এক প্রতিনিধি দলও। আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি পরিষদের এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকুন, এমনটাই চাইছে রাজ্য বিজেপি। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ প্রসঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার।
এই গীতাপাঠের আয়োজনের পিছনে রয়েছে বিভিন্ন মঠ ও মন্দিরের মিলিত একটি মঞ্চ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ ধর্মীয় সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর, কমপক্ষে এক লক্ষ মানুষ গীতাপাঠের কর্মসূচিতে অংশ নেবেন। ব্রিগেডের ময়দানেই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দ্বারকার শংকরাচার্যর পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের সব সাংসদ ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।