নিউজ ডেস্ক: যাঁর নামে আমদাবাদের স্টেডিয়াম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও হাজির থাকার কথা ফাইনালের মঞ্চে। ভারত-অস্ট্রেলিয়ার মেগা ডুয়েল দেখতে মাঠে হাজির থাকার কথা মহেন্দ্র সিংহ ধোনিরই। যাঁর হাত ধরেই ১২ বছর আগে শেষবার তথা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল।
ভিভিআইপিদের উপস্থিতিতে শুধু এয়ার শো-ই নয়, ক্রিকেটভক্তদের জন্য জমজমাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলেই খবর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাদভির পারফর্ম করার কথা।
মেন ইন ব্লুর কাছে এবার সুযোগ বছর আগের প্রতিশোধ নেওয়ার। এর আগে রিকি পন্টিংয়ের কাছে হারতে হয়েছিল সৌরভ-শিবিরকে। ফলে এবার সৌরভও কিন্তু ভরসা রাখছেন রোহিত শিবিরের উপর। রোহিত কি পারবেন সৌরভের ভরসা রাখতে?
এই হাইভোল্টেজ লড়াই দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে অ্যালবানিজকে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র। পাশাপাশি অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও থাকতে পারেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। উল্লেখ্য, চলতি বছরই মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে আহমেদাবাদের এই মাঠে পৌঁছেছিলেন অ্যালবানিজ। সঙ্গে ছিলেন মোদিও। আগামী রবিবার আবারও দুই প্রধানমন্ত্রীকে একসঙ্গে দেখা যেতে পারে।