নিউজ ডেস্ক: বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় মিধিলি। আবহাওয়া দফতরের মতে, বাংলায় এই ঝড়ের প্রকোপের কোনো আশঙ্কা নেই। ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। তবে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কালই রোদ উঠে যাবে, কমবে রাতের তাপমাত্রা। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবার শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। তার জেরে প্রবল বেগে বইতে পারে হাওয়া, হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই সাইক্লোন মিধিলি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।