নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। পঞ্চায়েত ভোটের পর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মৃত ১৯ জনের পরিবারের ১ জনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। একইসঙ্গে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছিলেন মমতা।
গত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। দক্ষিণ ২৪ ভাঙড় থেকে কোচবিহার কিংবা মুর্শিদাবাদ, ভোট হিংসায় প্রাণবলিও দেখেছে রাজ্যবাসী। ৮ জুলাই ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ১৫ জুন থেকে মনোনয়ন পর্ব শুরু হয়। ১১ জুলাই ভোটের গণনা হয়। ভোট ঘোষণার পর থেকে প্রায় এক মাস ধরে উত্তপ্ত থেকেছে বাংলা, ঝরেছে রক্ত। পঞ্চায়েতে নিহতদের পরিবারকে রাজনৈতিক রং না দেখেই চাকরি দেবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য মন্ত্রিসভায় তা পাশ করল।